৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫
সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনাকালে ছয়জনকে আটক করা হয়েছে। এসময় এক ট্রাক বালু ও একটি পেলুডার ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়াঘাট ও নিজপাট ইউনিয়নের সারী নদীর কামরাঙ্গীখেল স্কুল ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও সহকারি কমিশনার মিজ ফারজানা আক্তার লাভনী।
জানা গেছে, নির্বাহী ম্যাজিষ্ট্যাট মোবাইল কোর্ট বসিয়ে তিনজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও অপর তিনজনকে মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে পাঁচজন জরিমানা দিয়ে ছাড় পেয়েছেন।
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্যাট মিজ ফারজানা আক্তার লাভনী বলেন, রাংপানি, আসামপাড়া, শ্রীপুর এবং সারী-২, সারী-৩ এলাকায় ক্রমান্বয়ে অভিযান পরিচালনা করা হবে এবং আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D