দেশপ্রেম নিয়ে জামায়াতের বক্তব্য হাস্যকর : সিলেটে রিজভী

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫

দেশপ্রেম নিয়ে জামায়াতের বক্তব্য হাস্যকর : সিলেটে রিজভী

দেশপ্রেম নিয়ে জামায়াতের বক্তব্যকে হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে- একটি সেনাবাহিনী, আরেকটি বিএনপি।

বৃহস্পতিবার (২ জুলাই) বৃহস্পতিবার সকালে সিলেট নগরীর হুমায়ুন রশীদ চত্ত্বরে ‘আমরা বিএনপি পরিবার’র উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে যুব এশিয়া কাপ বিজয়ী তরুণ ক্রিকেট ইকবাল হোসেন ইমনের পরিবারকে উপহার প্রদান অনুষ্ঠানে বিশিষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি আরও বলেন, বাংলাদেশে সেনাবাহিনী ও একটি রাজনৈতিক দল ছাড়া দেশপ্রেম নেই আর কোন দলের মধ্যে। এমন বক্তব্য হাস্যকর। শুধু জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের বিচার করলে হবে না, হাসিনা সরকারের সকল অপরাধের বিচার করতে হবে। এছাড়া রিজভী বলেন, পাঠ্য বইয়ে সংস্কার হয়েছে এটি প্রশংসার যোগ্য। তবে পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ইতিহাসের অধ্যায় থাকতে হবে।

‘আমরা বিএনপি পরিবার’র আহবায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও কাতার বিএনপির সভাপতি শরিফুল হক সাজুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, আজকে দেশপ্রেমিক নিয়ে কথা হয়, তাদের কথা শুনে হাসতে ইচ্ছে হয়। ১৯৭১ সালে যে মানুষটি সকল ভয়ভীতি উপেক্ষা করে স্বাধীনতার ঘোষনা করলেন তিনিই তো প্রকৃত দেশপ্রেমিক। ইতিহাস সাক্ষী দেশ প্রেমের পরীক্ষায় কারা উত্তীর্ণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সাথে চরম ঝুকি নিয়ে মহান স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন। শুধুমাত্র ঘোষণা দিয়েই শেষ নয় সম্মূখ সমরে যুদ্ধ করে দেশকে মুক্ত করেছিলেন। শহীদ জিয়া দেশপ্রেমের স্বীকৃতি স্বরুপ ১৯৭৫ সালের ৭ই নভেম্বর দেশের শিপাহী ও জনতা ঐক্যবদ্ধভাবে বন্দিদশা থেকে মুক্ত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর দেশপ্রেমিক সমার্থক। বিএনপি জাতির সকল দুর্যোগে নিজেদের চরম দুর্দিনেও মানুষের পাশে থাকে। বিগত করোনা ও বন্যার সময়ে চরম প্রতিকুলতার মধ্যেও বিএনপি মানুষের পাশে ছিল।

অনুষ্ঠানে আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আশরাফ হোসেন বকুল, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন ও মিফতাহ্ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী ও এম নাসের রহমান, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

প্রসঙ্গত, গত সোমবার (২৩ ডিসেম্বর) রাত ৯টায় রংপুরের পাগলা পীরে জামায়াত আয়োজিত পথসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে, এর একটা সেনাবাহিনী আরেকটা জামায়াতে ইসলামী। আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়েছিল। ক্ষমতার জন্য ষড়যন্ত্র করে প্রাণ কেড়ে নিয়েছে বিডিআরের।’



 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট