বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের জীবন সদস্যদের সার্টিফিকেট বিতরণ

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৫

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের জীবন সদস্যদের সার্টিফিকেট বিতরণ

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের বার্ষিক সাধারণ সভা, জীবন সদস্যদের মধ্যে সার্টিফিকেট ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান গত শনিবার সন্ধ্যায় নগরীর উপশহর পয়েন্টস্থ একটি অভিজাত হোটেল অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি সাবেক সিভিল সার্জন ডাঃ এম. ফয়েজ আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট জুবায়ের আহমদ খানের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন।
বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন-২০২৪ উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জুবায়ের আহমদ খান। অর্থ বিষয়ক সম্পাদক কবির আহমদ সিদ্দিকী বার্ষিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন ।
সভায় বক্তব্য রাখেন সমিতির সদস্য যথাক্রমে, রেজাউল হাসান কয়েস লোদী, ডা. মনোজ্জীর আলী, মোঃ এমদাদুর রহমান, মোঃ কবীর খান, আহমদ জিন্নুন দারা, প্রকৌশলী মোঃ নুরুল হুদা। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শহিদুল হাসান।
বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের জীবন সদস্য ইসমত ইবনে ইসহাক সানজিদ সহ জীবন সদস্যদের মধ্যে সার্টিফিকেট প্রদান করেন সমিতির সভাপতি সহ অতিথিবৃন্দ।
সাধারণ সভায় সমিতির উদ্যোগে ও উমরান সংসদ এর সৌজন্যে বিগত বছর মাধ্যমিক পরীক্ষায় সাফল্য অর্জনকারী বিয়ানীবাজারের কৃতি শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট, মেডেল ও নগদ অর্থ বিতরণ করা হয়।
সমাপনী বক্তব্যে সমিতির সভাপতি ডাঃ এম. ফয়েজ আহমদ নির্মিতব্য “বিয়ানীবাজার ভবন” নির্মাণে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট