যুক্তরাষ্ট্রে নববর্ষ উদযাপনের ভিড়ে চলন্ত গাড়ি, নিহত ১২

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৫

যুক্তরাষ্ট্রে নববর্ষ উদযাপনের ভিড়ে চলন্ত গাড়ি, নিহত ১২

ইংরেজি নববর্ষের দিনে যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা রাজ্যের নিউ অরলিন্স শহরে নববর্ষ উদযাপন করা মানুষের ভিড়ে একটি চলন্ত গাড়ি উঠে গেছে। এতে ১২ জন নিহত ও ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।


দ্যা গার্ডিয়ানের প্রতিবেদন মতে, বুধবার (১ জানুয়ারি) রাতে নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারের বোর্সন স্ট্রিট সড়কে দুর্ঘটনা ঘটে। চলন্ত একটি গাড়ি ভিড়ের মধ্যে উঠে পড়ে। যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ২০২৫ নববর্ষ উপলক্ষে নববর্ষের উদযাপনকারীতে পরিপূর্ণ ছিল বোর্সন স্ট্রিট।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গাড়ি দ্রুত বেগে বোর্সন স্ট্রিটের মানুষের ভিড়ের মধ্যদিয়ে চলে যায়। এর মধ্যে গাড়ির চালক বের হয়ে গুলি ছুঁড়তে শুরু করে। সঙ্গে সঙ্গে পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাল্টা গুলি চালায়।

প্রত্যক্ষদর্শী আরও জানিয়েছেন, অনেক মানুষ আহত হয়ে মাটিতে পড়েছিলেন। নিউ অরলিন্স পুলিশের একজন মুখপাত্র বলেন, ‘প্রাথমিক তদন্তে দেখা গেছে একটি গাড়ি একদল লোকের মধ্যে উঠিয়ে দেওয়া হয়েছে। এতে ১২ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে।’ সূত্র: দ্যা গার্ডিয়ান


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট