৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৫
গৌরব, ঐতিহ্য, আত্মত্যাগ ও অগ্রযাত্রার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেটের উদ্যোগে এক মানবিক কার্যক্রম পরিচালিত হয়েছে।
বুধবার (১লা জানুয়ারী) সিলেটের বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়ানোর উদ্দেশ্যে শীতবস্ত্র বিতরণ করেন।
নগরীর লাক্কুতরা ও মালিনীছড়ায় চা-শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থানসহ সব আন্দোলনেই ভূমিকা রেখেছে ছাত্রদল। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে ছাত্রদল তাদের ঐতিহ্য এবং মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ছাত্রদলের নেতাকর্মীরা দল বেঁধে ছিন্নমূল মানুষ এবং চা-শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও দাঁড়াবে। আমাদের সংগঠনের মূলমন্ত্রই হলো জনগণের সেবা।
তিনি আরোও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ দেড় দশকের ও বেশি সময় এদেশের মানুষের মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, গণতন্ত্র,ভোটাধিকার ফিরে পাবার লড়াইয়ে ভুমিকা রাখছেন, দীর্ঘ পঠভুমিতে যে বিপ্লব রচিত হয়েছে আমরা একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখি, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য শুধু উদযাপনের দিন নয়, এটি আমাদের দায়িত্বের স্মরণ করিয়ে দেয়। আমরা চাই সমাজের অবহেলিত এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে।
সিলেট জেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান রাসেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন মহানগর বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আশরাফ গাজী, মহানগর বিএনপির সহ-অর্থ সম্পাদক ও ৪নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আব্দুল মালেক, মো মুমিন, আব্দুর রহিম রাহাত, সারোওয়ার কনক, তানভীর হোসাইন প্রমুখ।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D