৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০২৫
নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা। এই নিয়েই শুরু হলো আগামীর ‘২০২৫’। অর্জন-ব্যর্থতা, সুখ-দুঃখ সবকিছু নিয়ে সবাই পুরো উদ্যমে শুরু করছে নতুন বছর।
বিশ্বের বিভিন্ন দেশের মতো পুরাতনকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে বাংলাদেশেও বর্ণিল আয়োজনে উদযাপন করা হয়েছে ‘হ্যাপি নিউ ইয়ার-২০২৫’।
নতুন বছরকে স্বাগত জানাতে প্রতি বছরের মতো ঐতিহ্যবাহী আতশবাজির মধ্য দিয়ে ২০২৫ সালকে বরণ করে নেন বিশ্বের কোটি কোটি মানুষ।
ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে চোখ ধাঁধানো আতশবাজি আর বর্ণিল আলোকসজ্জার মধ্য দিয়ে এ উদযাপন শুরু হয়। বিভিন্ন দেশের মতো বাংলাদেশের বিভিন্ন শহরের পয়েন্টগুলোতে মনোমুগ্ধকর আতশবাজি আলোকসজ্জার মধ্য দিয়ে বর্ষবরণ উৎসব শুরু হয়। সব বয়সের মানুষ মেতে উঠেন বর্ষবরণের উৎসবে।
বিশ্বের বিভিন্ন দেশে বর্ষবরণকে কেন্দ্র করে জমকালো আলোকসজ্জা ও আতশবাজির আয়োজন করা হয়ে থাকে। ২০২৪ সালকে বিদায় জানিয়ে পরবর্তী ২৪ ঘণ্টায় একে একে ২০২৫ সাল বরণ করে নেয় বিভিন্ন দেশ।
বর্ষবরণকে কেন্দ্র করে দেশের নিরাপত্তাব্যবস্থা ছিল বেশ জোরদার। শুধু থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ঢাকা মহানগরীতে ৩ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস পৃথক বার্তায় খ্রিষ্ট্রীয় নববর্ষ ২০২৫ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D