গোলাপগঞ্জের ৭ শহিদ পরিবার পেল নগদ অর্থ ও ছাগল

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৪

গোলাপগঞ্জের ৭ শহিদ পরিবার পেল নগদ অর্থ ও ছাগল

সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ ৭টি পরিবারকে নগদ অর্থ ও ছাগল অনুদান দিয়েছে প্রবাসী সংগঠন গোলাপগঞ্জবাসী কানাডা টরেন্টো।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উপজেলার তাদের বাড়ীতে গিয়ে এই অনুদান তুলে দেয়া হয়।

নগদ অর্থ ও ছাগল বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জুনায়েদ সাকি, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহিউসসুন্নাহ চৌধুরী নার্জিস কানাডা টরেন্টো প্রবাসী লায়েক আহমদ চৌধুরী,,জেলা বিএনপি উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, উপজেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জিন্নুর আহমদ চৌধুরী, উপজেলা যুবদলের সভাপতি এডভোকেট মামুন আহমদ রিপন ও যুবদল নেতা আব্দুর রহিম।

এসময় শহিদ তাজ উদ্দিন, শহিদ ছানি আহমদ, শহিদ গৌছ উদ্দিন, শহিদ নাজমুল ইসলাম, শহিদ মিনহাজ উদ্দিন, শহিদ কামরুল ইসলাম, শহিদ হাসান আহমদ সহ ৭জন শহিদ পরিবারের হাতে নগদ ২৫ হাজার টাকা ও ৪টি ছাগল তাদের হাতে তুলে দেয়া হয়। এসময় শহিদ পরিবারকে সবসময় পাশে থাকার আশ্বাস দেন উপস্থিত বিএনপির নেতারা।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট