২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪
হবিগঞ্জের লাখাইয়ে মরমী সাধক শেখ ভানু শাহ ( রঃ) এর ১০৫তম বার্ষিক ওরস মোবারক আজ রোববার (২৯ ডিসেেম্বর)।
প্রতিবারের ন্যায় এবারও লাখাই উপজেলার ভাদিকারা গ্রামে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মরমী সাধক, কবি, দার্শনিক ও “নিশীথে যাইয়ো ফুলেরে ভোমরা, নিশীথে যাইয়ো ফুল বনে” সহ অসংখ্য কালজয়ী গানের রচয়িতা শেখ ভানু শাহ এর ১০৫ তম বার্ষিক ওরস অনুষ্ঠিত হচ্ছে।
ওরস উপলক্ষে শেখ ভানু শাহ এর মাজার পরিচালনা কমিটি দিন ব্যাপী নানা কর্মসূচী গ্রহন করছে। এর মধ্যে ওয়াজ মাহফিল, জিকির-আসকার, মিলাদ ও দোয়া মাহফিল। এদিন ভোরে আখেরী মোনাজাতের মাধ্যমে ওরসের সমাপ্তি ঘটবে। ওরসে দূর- দুরান্ত থেকে শত শত আশেকান ও ভক্তবৃন্দের সমাবেশ ঘটবে। ভক্তবৃন্দের পদভারে মুখরিত হয়ে উঠবে মাজার প্রাঙ্গন।
এদিকে ওসর উপলক্ষে মাজার প্রাঙ্গনে মেলা বসছে। মেলায় ইতিমধ্যে দোকানীরা হরেকরকমের পন্য সামগ্রীর পসরা নিয়ে বসে গেছে। বিনোদনের জন্য রয়েছে বিভিন্নরকম রাইড যেমন চরকি, নাগরদোলা সহ বিভিন্ন ধরনের খেলা।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D