দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই পথচারীর

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৪

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই পথচারীর

চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

রবিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইনের হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- মোহাম্মদ সাবু (৬০) ও একই এলাকার মোহাম্মদ ভোলা (৫০)।

জানা গেছে, রবিবার সকালে চট্টগ্রাম ছেড়ে আসা একটি বাস ও পটিয়া ছেড়ে যাওয়া একটি মিনি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুই পথচারী ভোলা ও সাবুকে চাপা দিয়ে বাসটি খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি ওসিম উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন মারা গেছেন। তবে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের অবস্থা আশঙ্কা বলে তিনি শুনেছেন। পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ গাড়ি উদ্ধার করেছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট