কুমিল্লায় অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক তিন

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০১৬

Manual5 Ad Code

কুমিল্লা : কুমিল্লা সদরের একটি বাড়িতে অভিযান চালিয়ে দুটি পিস্তল তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। সদরের শুভপুরের ‘নয়ন ভিলা’ নামের বাড়িতে এ অভিযান চালানো হয়।

Manual5 Ad Code

শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ অভিযান শুরু হয় বলে র‌্যাব-১১ এর কমান্ডার মুস্তাফা কায়জার জানান।

প্রায় আধা ঘণ্টার অভিযান শেষে তিনি সাংবাদিকদের বলেন, বাড়ির ভেতরে অস্ত্র তৈরির সময় হাতেনাতে তিনজনকে আটক করা হয়। তাদের কাছে দুটি পিস্তল তৈরির সরঞ্জাম পাওয়া যায়।

Manual6 Ad Code

আটকরা হলেন- বাড়ির মালিকের ছেলে মাজিদুল হক রাজিব (৩৪), কোতোয়ালি থানা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম রনি ওরফে ভাগিনা রণি (৩৭) ও শহিদুল ইসলাম।

এদের মধ্যে ছাত্রদল নেতা রনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে কর্মকর্তারা জানিয়েছেন।

Manual4 Ad Code

মুস্তাফা কায়জার বলেন, এই বাড়িতে অস্ত্র তৈরি হয় বলে তাদের কাছে খবর ছিল। অস্ত্র তৈরিতে রাজিবের জড়িত থাকার তথ্য পেয়ে এই অভিযান চালান তারা।

Manual7 Ad Code

আটকদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

Manual1 Ad Code
Manual4 Ad Code