সুনামগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৪

সুনামগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয়রা শেখ ফরিদ(৩৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

যাদুকাটা নদী দিয়ে রাতের আধাঁরে ভারত থেকে পাথর আনতে গিয়ে পিটুনিতে তিনি নিহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত শেখ ফরিদ উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় গ্রামের মগবুল হোসেনের ছেলে।

এ ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (২২ অক্টোবর)  দিবাগত রাতে উপজেলার আন্তর্জাতিক সীমানা পিলার ১২০৩ লাউড়েরগড় সীমান্তের সামনে ভারতের নলিকাটা থানার গুমাঘাট এলাকায়।

স্থানীয় এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ অক্টোবর) রাতের কোন এক সময় বিজিবির চোখ ফাঁকি দিয়ে বারকী নৌকা যোগে পাথর আনতে লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির এলাকার যাদুকাটা নদীর ভারতের গুমাঘাট এলাকায় যান শেখ ফরিদসহ কয়েকজন। এ সময় তাদের দেখতে পেয়ে ভারতীয় নাগরিকরা ধাওয়া করে শেখ ফরিদকে আটক করে। তবে তার সাথে থাকা অন্য পাথর শ্রমিকরা নদীতে ঝাপিয়ে সাঁতার কেটে বাংলাদেশে চলে আসে। পরে গুমাঘাট এলাকার স্থানীয় নাগরিকরা আটককৃত বাংলাদেশি যুবক শেখ ফরিদকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।

বৃহস্পতিবার রাতে উপজেলার লাউরগড় সীমান্ত গ্রামের বাসিন্দা ভারতে হত্যাকান্ডের শিকার ফরিদের স্ত্রী তাছলিমা বেগম জানান, ওই রাতে আমার স্বামীর সাথে থাকা অন্য শ্রমিকরা নদী সাতড়িয়ে পালিয়ে এসে আমাদেরকে হত্যাকান্ডের খবর জানান। চার শিশু সন্তানের জননী তাছলিমা আরো বলেন, লাউরগড় বিজিবি ক্যাম্পের পাশেই আমাদের বসতবাড়ি, সব কিছু জেনেও বিজিবি আমার স্বামীর লাশ ফেরত আনতে কোন রকম উদ্যোগ নেয়নি, মঙ্গলবার রাত থেকে আজ বৃহস্পতিবার রাত তিন দিন অতিবাহিত হয়ে গেলেও ভারতে কি অবস্থায় কোথায় পড়ে আছে আমার স্বামীর লাশ তা আমরা নিশ্চিত হতে পারিনি।

বৃহস্পতিবার রাতে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র তাহিরপুরের লাউরগড় বিওপির বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার কামাল হোসেন বলেন, এমন একটি খবর লোকমুখে শুনেছি, কেউ কেউ বলেছেন ফরিদ আটক আছেন ভারতে, আবার কেউ কেউ বলছেন ফরিদ হত্যকান্ডের শিকার হয়েছে, আমরা এখনো ফরিদ জীবিত না মৃত তা নিশ্চিত হতে পারিনি। এখন পর্যন্ত কেউ আমাদের কাছে অভিযোগ নিয়ে আসেনি। আমাদের কাছে আসলে বিএসএফ এর সাথে কথা বলে এ বিষয়ে উদ্যোগ নিব।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট