জৈন্তাপুরে পল্লী বিদ্যুতের ছেড়া লাইন স্পর্শে শিশুর মুত্যু

প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৩

জৈন্তাপুরে পল্লী বিদ্যুতের ছেড়া লাইন স্পর্শে শিশুর মুত্যু

Manual7 Ad Code

সিলেটের জৈন্তাপুরে পল্লী বিদ্যুতের ছেড়া লাইন স্পর্শে এক শিশুর মৃত্যু হয়েছে।

Manual3 Ad Code

এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার (২২ এপ্রিল) সকাল ৮টার দিকে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের লামামহাইল গ্রামে মসজিদের নিকটে পল্লী বিদ্যুৎ সমিতির একটি লাইন ছিড়ে পড়েছিল৷ শিশুটি ঈদের দিনে মসজিদে যাওয়ার পথে কোন কিছু বুঝে উঠার আগেই বিদ্যুৎ লাইনটি স্পর্শ করলে ঘটনাস্থলেই বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়৷ স্থানীয়রা দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত হাসান উদ্দিন (১০) উপজেলার দরবস্ত ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লামামহাইল গ্রামের রহিম উদ্দিনের ছেলে।

শিশুটির পিতা রহিম উদ্দিন বলেন, সিলেট পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের গাফিলতিতে লাইন ছিড়ে পড়েছিল। কিন্তু আজ আনন্দের দিন এভাবে ছেলেকে হারাবো কল্পনাও করতে পারিনি ৷ আমি বিদ্যুৎ কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।

Manual5 Ad Code

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম পার্থ চক্রবর্তী বলেন, সকাল অনুমান ৮টা ৯ মিনিটের সময় খবর পাই একটি লাইন ছিড়ে পড়ে যায়। তাৎক্ষনিক ভাবে বিদ্যুৎ সরবরাহ বন্দ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে ছিড়ে পড়া লাইন মেরামত করা হয়েছে। নিহতের পরিবারকে পল্লী বিদ্যুতের পক্ষ হতে কোন প্রকার সহযোগিতা করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান এরকম সহযোগিতা করার সুযোগ আমাদের নেই।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, বিদ্যুৎ স্পর্শ করে একটি শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশের একটি টিম স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সুরতহাল তৈরী করে। এলাকাবাসীর অনুরোধে শিশুটির মৃতদেহ জেলা প্রশাসকের অনুমতিতে স্বজনরা নিয়ে যায়। তবে এ ঘটনায় থানায় এখনও কোন অভিযোগ আসেনি।

Manual2 Ad Code


 

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code