সিলেট জেলা বিএনপির কাউন্সিলে প্রার্থী হতে পারবেন না ৩ ক্যাটাগরির নেতা

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২২

সিলেট জেলা বিএনপির কাউন্সিলে প্রার্থী হতে পারবেন না ৩ ক্যাটাগরির নেতা

Manual2 Ad Code

সিলেট জেলা বিএনপির বহুল আকাঙ্ক্ষিত কাউন্সিল আগামী ২১ মার্চ অনুষ্ঠিত হবে। কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


কাউন্সিলে প্রার্থীতা নিয়ে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে ৩টি নির্দেশনা প্রদান করা হয়েছে। সোমবার (১৪ মার্চ) সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়।

Manual6 Ad Code

নির্দেশনাগুলো হলো- ১) কেন্দ্রীয় কিংবা স্থানীয় পর্যায়ের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের কোন নেতা জেলা কাউন্সিলের কোন পদে প্রতিদ্বন্ধিতা করতে পারবেন না। ২) মহানগর বিএনপির কোনো পর্যায়ের কোনো সদস্য জেলা কাউন্সিলের কোরো পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। ৩) কোন উপজেলা ও পৌর বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক জেলা কাউন্সিলে কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

Manual4 Ad Code


Manual1 Ad Code
Manual4 Ad Code