সিলেটে করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ৩৩৮

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২২

সিলেটে করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ৩৩৮

Manual6 Ad Code

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০১ জনে।

Manual5 Ad Code

একই সময়ে নতুন করে আরও ৩৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ হাজার ৬২৪ জনে।

বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত করোনা থেকে সেরে ওঠেছেন ৮৯ জন। এ নিয়ে সিলেটে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৫১ হাজার ৫৬৩ জন।

Manual6 Ad Code

এদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। পুরুষের বাড়ি সিলেট সদর উপজেলায়। তাঁর বয়স ছিলো ৬৫ বছর। তিনি করোনার উপসর্গ নিয়ে শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। মঙ্গলবার রাতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

অপরদিকে, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া মহিলার বাড়ি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলায়। তাঁর বয়স ছিলো ৯০ বছর। তিনিও শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।

Manual1 Ad Code

এ পর্যন্ত মারা যাওয়া ১২০১ জনের মধ্যে সিলেট জেলার ৮৮৭ জন, সুনামগঞ্জের ৭৫ জন, হবিগঞ্জের ৪৯ জন ও মৌলভীবাজারের ৭২ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে আরও জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ জন করোনা রোগী। আর বর্তমানে বিভিন্ন হাসপাতালে মোট ১৬৮ জন করোনা রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ১২ জন রয়েছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে)।

এর আগে, মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছিল। এদিন ভাইরাসটিতে আক্রান্ত শনাক্ত ৬৬৩ জন।

Manual7 Ad Code


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code