২৪ হাজার টাকায় লেনোভোর কনভার্টেবল ল্যাপটপ

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৬

সাশ্রয়ী দামে দেশের বাজারে পাওয়া যাচ্ছে চীনের শীর্ষ স্থানীয় ব্র্যান্ড লেনেভোর ল্যাপটপ। এটির মডেল ‘আইডিয়াপ্যাড মিক্স ৩১০।’ এটি একটি কনভার্টেবল ল্যাপটপ।

ডিভাইসটি ট্যাবলেট এবং ল্যাপটপ হিসেবেও ব্যবহার করা যাবে। ব্যাটারি লাইফও অনেকে বেশি। যা দিয়ে একটানা ১০ ঘণ্টা ভিডিও দেখা যাবে। এটি দেখতে বেশ আকর্ষণীয়। যা খুব সহজেই বহনযোগ্য।

ল্যাপটপটিতে আছে, ১০ ইঞ্চির ডিসপ্লে। যার রেজুলেজন ১২৮০ বাই ৮০০ পিক্সেল। এটিতে ব্যবহার করা হয়েছে মাল্টিটাচ প্রযুক্তি। যা খুব সহজ  টাচেই কাজ করবে।  এটি ফাস্ট ব্রাউজিং, অসাধারণ ভিজ্যুয়াল ইফেক্টে তৈরি করে।

এতে ব্যবহার করা হয়েছে ইন্টেল এর অ্যাটম কোয়াড কোর প্রসেসর। অরিজিনাল উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত ল্যাপটপটি ওজন মাত্র ৫৮০ গ্রাম। পুরুত্ব ৯.২ মিলিমিটার ।এটি কিবোর্ড থেকে আলাদা করে ট্যাবের মত ব্যবহার করা যাবে।

ডিভাইসটির বিল্টইন মেমোরি পাশাপাশি এসডি কার্ড দিয়ে ১২৮ জিবি পর্যন্ত মেমোরি বাড়ানো যাবে। এতে ওয়েবক্যাম রয়েছে। রিয়ারেও ক্যামেরা রয়েছে। ওয়েবক্যামে ২ মেগাপিক্সেল ও রিয়ার ক্যামেরায় ৫ মেগাপিক্সেল রয়েছে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট