রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে নিহত ৭

প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০২১

রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে নিহত ৭

Manual3 Ad Code

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে হওয়া সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ছয়জনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন।

Manual4 Ad Code

শুক্রবার (২২ অক্টোবর) ভোরে উখিয়ার ১৮নম্বর ক্যাম্পে ঘটনাটি ঘটে। যদিও তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় অস্ত্রসহ মুজিব নামে একজন সন্দেহভাজনকে আটক করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

গণমাধ্যমের কাছে এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান।

Manual3 Ad Code

তিনি বলেছেন, ঠিক কী কারণে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে নিশ্চিত হলেও তাদের পরিচয় এখনো মেলেনি। হামলায় আহতদের এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual2 Ad Code

তিনি আরও বলেন, আমাদের সদস্যরা অস্ত্রসহ একজনকে আটক করেছে। বিস্তারিত জানতে প্রচেষ্টা চলছে।


 

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code