পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় নাসির-অমিদের বিরুদ্ধে চার্জশিট

প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২১

পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় নাসির-অমিদের বিরুদ্ধে চার্জশিট

Manual6 Ad Code

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির দায়ের করা ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে।

Manual5 Ad Code

সোমবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই প্রতিবেদন জমা দেয়া হয়।

Manual2 Ad Code

নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার।

পুলিশের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নাসির উদ্দিন মাহমুদ ছাড়াও মামলার অপর দুই আসামি হলেন- তুহিন সিদ্দিকী অমি ও শহিদুল আলম। এই মামলায় নাসির ও তুহিন জামিনে আছেন। তবে অন্য একটি মামলায় তুহিন কারাগারে আছেন।

আসামিদের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে যৌন নিপীড়নের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

মামলায় পরীমণি অভিযোগ করেন, গত ৮ জুন রাতে ঢাকা বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়। তিনি অভিযোগ করেন ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে। গত ১৩ জুন নাসির ও তুহিন ছাড়াও অজ্ঞাতনামা আরো চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা দায়ের করেন পরীমণি। ওই দিনই নাসির, তুহিনসহ পাঁচজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এই মামলায় আদালতের অনুমতি নিয়ে নাসির ও অমিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

Manual6 Ad Code

উল্লেখ্য, গত ৪ আগস্ট রাজধানীর বনানী থেকে চিত্রনায়িকা পরীমণিকে বিদেশী মদসহ গ্রেফতার করে র‍্যাব। ওই মামলায় গত ৩১ আগস্ট জামিন পান পরীমণি।

Manual6 Ad Code


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code