নগরবাসীকে মেয়র আরিফুল হক চৌধুরীর ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২১

নগরবাসীকে মেয়র আরিফুল হক চৌধুরীর ঈদ শুভেচ্ছা

সিলেট নগরবাসির ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিসিক মেয়র বলেন, এবারও আমরা পবিত্র ঈদ উল আযহার আনুষ্ঠানিকতা পালন করতে যাচ্ছি একটি ভিন্ন পরিস্থিতিতে।

আপনারা জানেন, বিশ্বজুড়েই করোনা মহামারির কারণে জনজীবন বিপর্যস্ত। এই সময়ে, আমাদের দেশেও করোনা ভাইরাসের সংক্রমন বাড়ছে। তাই, মুসলিম উম্মার ধর্মীয় বৃহত্তম অনুষ্ঠান এই ঈদ পালন করতে হচ্ছে সতর্কতার সাথে স্বাস্থ্যবিধি মেনে। ত্যাগের মহিমায় ঈদের দিন আমরা অনেকেই পশু কোরবানি দেবো। তবে, কোরবানির মাধ্যমে পরিবেশ যাতে বিপর্যস্ত না সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে।

নির্ধারিত স্থানে পশু কোরবানি দিতে এবং রাস্তাঘাটে যাতে কোরবানির ময়লা আবর্জনা পড়ে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে এবং  ঈদের জামাত ও কোরবানীর সময় স্বাস্থ্যবিধি মেনে চলতে নগরবাসির প্রতি বিশেষ অনুরোধ জানান তিনি।