দক্ষিণ সুরমার আহমদপুর থেকে যমজ ভাই’সহ তিনজন নিখোঁজ

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০২১

দক্ষিণ সুরমার আহমদপুর থেকে যমজ ভাই’সহ তিনজন নিখোঁজ


নিজাম ইউ জায়গীরদার : সিলেট দক্ষিণ সুরমা উপজেলার আহমদপুর গ্রামের মৃত সামছুল ইসলামের যমজ ছেলে হাসান(১৩), হোসেন(১৩) ও কাজের মহিলা সালমা বেগমের ছেলে অপু(১০) গত ১৭ জুন সকাল ৮টা থেকে নিখোঁজ রয়েছেন।

অনেক খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান মেলেনি। যমজ ভাই দ্বয়ের গায়ের রং ফর্সা। উচ্চতা আনুমানিক ৫ ফুট, মুখমণ্ডল লম্বাটে ও হালকা-পাতলা গড়নের। অপুর গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৪ ফুট ২ ইঞ্চি, মুখমণ্ডল গোলাকার।

এ ঘটনায় গতকাল (১৭জুন) বৃহস্পতিবার দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে (জিডি নম্বর-৮১১)। কোনো হৃদয়বান ব্যক্তি জমজ ভাই দ্বয় ও অপুর সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় অথবা হাসান ও হোসেনের চাচাতো ভাই মোঃ সালাহ উদ্দিনের মুঠোফোন নম্বরে (০১৭১৫২৮৩৬৬২) যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট