সিরাজগঞ্জে বোমাসহ জেএমবির ৪ নারী সদস্য আটক

প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৬

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ শহরের মাছুমপুর এলাকার একটি বাড়ি থেকে বোমাসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির চার নারী সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

রবিবার ভোররাতে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার বাদুল্যাপুরের মাহবুবুর রহমানের স্ত্রী নাদিরা তাবাসসুম রানী (৩০), বগুড়ার শাহজাহানপুর উপজেলার ক্ষুদ্র ফুলকোটের মো. খালিদ হাসানের স্ত্রী হাবিবা আক্তার মিশু (১৮), এই উপজেলার পরানবাড়িয়ার সুজন আহমেদ বিজয়ের স্ত্রী রুমানা আক্তার রুমা (২১) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মোচাদহ দক্ষিণপাড়ার মামরুল ইসলাম সরদারের স্ত্রী রুনা বেগম (১৯)।

সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত সোয়া ৩টার দিকে মাছুমপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে তারা ওই বাড়িতে বসে গোপন বৈঠক করছিল।

তিনি জানান, ঘটনাস্থল থেকে ছয়টি ককটেল, গ্রেনেডসহ বোমা তৈরির বেশকিছু সরঞ্জাম ও ৯টি জিহাদী বই উদ্ধার করা হয়েছে।

আটক চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশ সুপার মিরাজ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট