পাকিস্তানের হামলায় দুই ভারতীয় সেনা নিহত

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০

পাকিস্তানের হামলায় দুই ভারতীয় সেনা নিহত

Manual5 Ad Code

যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো পাকিস্তানের হামলায় ভারতের ২ সেনা নিহত হয়েছে। জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় লাইন অব কন্ট্রোলে (এলওসি) এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৭ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়, যুদ্ধিবিরতি লঙ্ঘন করে পাকিস্তান হামলা চালিয়েছে। এতে ভারতের ২ সেনা নিহত হয়েছেন। হামলার পর ভারতও সমুচিত জবাব দিয়েছে।

Manual5 Ad Code

জম্মু-ভিত্তিক সেনাবাহিনীর মুখপাত্র লে. কর্নেল দেবেনদার আনন্দ বলেন, রাজৌরি জেলায় এলওসির সুন্দরবানি সেক্টরে পাকিস্তান আর্মির হামলায় আহত ২ সেনা কর্মকর্তার মৃত্যু হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান আর্মি এ হামলা চালায়।

Manual2 Ad Code

নিহত দুজন হলেন- নায়েক প্রেম বাহাদুর খাতরি এবং রাইফেলম্যান সুখবীর সিংহ।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজৌরী জেলা সংলগ্ন পুঞ্চে পাকিস্তানের গুলিতে জুনিয়র কমিশনড অফিসার নিহত হওয়ার ঠিক একদিন পর ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলার ঘটনা ঘটলো।


 

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code