সিলেটে করোনায় এলজিইডি’র ঠিকাদারের মৃত্যু

প্রকাশিত: ৮:৫৬ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২০

সিলেটে করোনায় এলজিইডি’র ঠিকাদারের মৃত্যু

সিলেটে করোনায় আক্রান্ত হয়ে হারুনুর রশিদ চৌধুরী কয়েছ (৫০) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিলেট নগরের ভাড়া বাসায় হোম আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মারা যান। তিনি কানাইঘাট পৌরসভার বিষ্ণুপুর বড়বাড়ি গ্রামের মৃত সাইদুর রহমান চৌধুরীর ছেলে।

জানা গেছে, করোনার উপসর্গ নিয়ে গত ২৯ জুন সিলেট রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন ঠিকাদার হারুনুর রশিদ চৌধুরী কয়েছ। সেখানে নমুনা পরীক্ষায় গত ১ জুলাই তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর হাসপাতাল থেকে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।

হারুনুর রশিদ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একজন প্রতিষ্ঠিত ঠিকাদার ছিলেন। তার মরদেহ দাফনের জন্য শহরের পাঠানটুলার বাসা থেকে গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।

তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন বলে জানান মরহুমের স্বজনরা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ৫ এপ্রিল করোনায় সিলেটে প্রথম মৃত্যু হয় ডা. মঈন উদ্দিনের। এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৮৫ জন। এছাড়া করোনা উপসর্গ নিয়েও আরও শতাধিক রোগীর মৃত্যু হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট