অপেক্ষায় নাবিলা

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৬

Manual8 Ad Code

এর আগে উপস্থাপনার পাশাপাশি মডেলিং ও নাটকে অভিনয় করেছেন নাবিলা। এবার ‘আয়নাবাজি’ ছবির মাধ্যমে বড় পর্দায় হাজির হচ্ছেন তিনি। এ ছবির মুক্তির অপেক্ষায় আছেন নাবিলা।
এ ছবিতে তার সহশিল্পী চঞ্চল চৌধুরী। ছবিটি পরিচালনা করছেন জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজা।
এ নিয়ে নাবিলা বলেন, আগাম কিছু বলতে পারছি না। শুধু অপেক্ষায় আছি ছবিটি হলে গিয়ে দেখার। বড় পর্দায় নিজেকে দেখতে জানি কেমন লাগে!’ ১৯ আগস্ট ছবিটি মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে। নিশ্চিত করেছেন পরিচালক অমিতাভ রেজা।
অবশ্য দেশে মুক্তির আগেই গেল ৬৯তম কান চলচ্চিত্র উৎসবের একটি অংশে প্রদর্শিত হয়েছে ছবিটি। পেয়েছেন প্রশংসাও। তারও আগে ভিন্নতার ঘ্রাণ ছড়িয়েছে ছবিটির ট্রেলার ও ‘আলু পেঁয়াজের কাব্য’ নামের একটি গান প্রকাশ করে।
আয়নাবাজি ছবিটি একটি শহরের গল্প। যে শহরে এখনো দুধওয়ালা আসে, ফেরিওয়ালা হাঁকডাক দেয়, শিশুরা দলবেঁধে নাটক শিখতে যায়। মধ্যবিত্ত জীবনের কিছু ঘটনাপ্রবাহই এ ছবির মূল বিষয়বস্তু।
আয়নাবাজি ছবির কাহিনী লিখেছেন গাওসুল আলম শাওন। তিনি এ ছবিতে অভিনয়ও করেছেন। এ ছবিতে আরো অভিনয় করেছেন, পার্থ বড়ুয়া, লুৎফর রহমান জর্জ, শওকত ওসমান, বিজরী বরকতউল্লাহ, বৃন্দাবন দাস, খাইরুল বাশার প্রমুখ।
কনটেন্ট ম্যাটারস লিমিটেড প্রযোজিত এ ছবির নির্মাতা প্রতিষ্ঠান হাফ স্টপ ডাউন।

Manual1 Ad Code
Manual5 Ad Code