নবীগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, আটক ৪

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০১৯

নবীগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, আটক ৪

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকায় তালিকাভুক্ত সন্ত্রাসী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ সোহান আহমেদ মুসাকে গ্রেফতার করতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ও এসআই ফখরুজ্জামান আহত হওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এসআই ফিরোজ আহম্মেদ বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা মুসার মা শামছুন্নাহার, বোন মৌসুমী আক্তার, তান্নি আক্তার ও শাম্মি আক্তারকে আটক করেছে। তবে রাতভর অভিযান চালিয়েও মুসাকে আটক করা যায়নি।

এদিকে ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা।

নবীগঞ্জ থানার অভিযান ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন জানান, মুসা একজন তালিকাভুক্ত সন্ত্রাসী এবং ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলায় পরোয়ানা রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করতে তার দোকানে অভিযান চালালে সে অতর্কিত হামলা চালায়। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। ইতিমধ্যে ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট