প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা বিএনপির বর্নাঢ্য র‌্যালি ১লা সেপ্টেম্বর

প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০১৯

প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা বিএনপির বর্নাঢ্য র‌্যালি ১লা সেপ্টেম্বর

২৮ আগস্ট ২০১৯, বুধবার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে বর্নাঢ্য র‌্যালি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী ১লা সেপ্টেম্বর রবিবার বিকেল ৩টার সময় নগরীর রেজিষ্ঠারী মাঠ থেকে উক্ত র‌্যালি বের করা হবে।

মঙ্গলবার রাতে জেলা বিএনপির প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত হয়। নগরীর যতরপুরে জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের বাসায় এ সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলার সভাপতি আবুল কাহের শামীমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় র‌্যালি সফল করার জন্য জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়। একই সাথে জেলা বিএনপির আওতাধিন সকল উপজেলা ও পৌর শাখা কে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠাবার্ষিকী পালনের আহবান জানানো হয়।

সভায় কারান্তরীণ দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার ‘নিঃশর্ত মুক্তি’ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দেয়া ‘সাজা বাতিল’ ও সকল মামলা প্রত্যাহারের দাবিও জানান নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাহির চৌধুরী, সহ-সভাপতি মইনুল হক চেয়ারম্যান, সহ-সভাপতি কামরুল হুদা জায়গীরদার, সহ-সভাপতি আশিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি হাজী শাহাব উদ্দিন, সহ-সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, সহ-সভাপতি ফখরুল ইসলাম ফারুক, উপদেষ্ঠা মাজহারুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম ও শামীম আহমদ, দফতর সম্পাদক এডভোকেট মোঃ ফখরুল হক, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, মহিলা সম্পাদিক সালেহা কবির শেপী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, মাহবুবুল হক চৌধুরী, বজলুর রহমান ফয়েজ, হাবিবুর রহমান হাবিব, এডভোকেট আহমদ রেজা, এম. এ মালেক, দিদার ইবনে তাহের লস্কর, বুরহান উদ্দিন, আব্দুল লতিফ খান, আব্দুল মালেক, আব্দুল ওয়াহিদ সোহেল, ছালিক আহমদ চৌধুরী, মোঃ শাহপরান, আমেনা বেগম রুমি, জাসাস নেতা জয়নাল আহমদ রানু, শ্রমিক দল নেতা মাসুক এলাহী, আব্দুর রহমান, কাম্রুজ্জামান দিপু, দেলয়ার হোসেন চৌধুরী, জেলা ছাত্রদল সভাপতি আলতাফ হোসেন সুমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির সাকি ও শ্রমিক দল নেতা শামসুল ইসলাম প্রমূখ। -বিজ্ঞপ্তি

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট