গুজব ঠেকাতে স্কুলে স্কুলে সিলেট মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা

প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০১৯

গুজব ঠেকাতে স্কুলে স্কুলে সিলেট মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা

ছেলেধরা গুজব ঠেকাতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন সিলেট মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। এসময় তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে, এ ধরনের গুজব ছড়িয়ে জনসাধারণকে বিভ্রান্ত করছেন এক শ্রেণির মানুষ। পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন তারা। ছেলেধরা সন্দেহে অনেকে গণপিটুনির শিকার হচ্ছেন। অনেকেই আইন নিজের হাতে তুলে নিচ্ছেন।’

বুধবার সকাল থেকে নগরীর মিরাবাজারস্থ জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ, মিরের ময়দানস্থ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, মধুশহীদস্থ পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয়, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মিরাবাজারস্থ মডেল হাইস্কুল, বাদাঘাট মডেল হাইস্কুল এন্ড কলেজ, মইয়ারচর হাইস্কুল, হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়, পূর্বভাগ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ সুরমা সরকারি কলেজ, সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, লাখাউরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়, শাহজালাল উপশহর হাই স্কুল ও কৃষ্ণ গবিন্দ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে তারা এ মতবিনিময় করেন।

এসময় পুলিশ কর্মকর্তারা ছেলেধরা গুজবে কেউ কান না দিতে আহ্বান জানান। এছাড়া কারো আচরণে ছেলেধরা হিসেবে সন্দেহ হলে বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করারও অনুরোধ করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশের স্ব স্ব থানার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এদিকে প্রতিটি থানা এলাকায় জনসচেতনার জন্য মাইকিংও অব্যাহত রয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা এ তথ্য জানিয়েছেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট