শাহপরানে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৩৬ জনের নামে পুলিশের মামলা

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, জুলাই ৪, ২০১৯

শাহপরানে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৩৬ জনের নামে পুলিশের মামলা

Manual2 Ad Code

সিলেট সংবাদ ডেস্ক : শাহপরান থানার (সিলেট মেট্রোপলিটন) আওতাধীন শাহপরান গেইটে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে ৪ পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। এতে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম’সহ ৩৬ জনকে আসামী করা হয়েছে।

মঙ্গলবার মধ্য রাতে মহানগর পুলিশের শাহপরান থানায় মামলাটি দায়ের করেন থানার এস আই এনায়েত উল্লাহ। এ পর্যন্ত ৯ জনকে আটক করার খবর পাওয়া গেছে। বুধবার তাদেরকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করলে মহামান্য আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

Manual4 Ad Code

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দায়ের করা মামলার এজহারে জাহাঙ্গীর আলমকে প্রধান আসামি করে ৩৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।

Manual8 Ad Code

মামলায় এজহারভুক্ত আসামি’রা হলেন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, রুহিত, রকি, পংকি, লস্কর আলী, নাঈম, আলী হোসেন জিতু, স্বপন, কামরুল, পাবেল আহমদ, ইমন আহমদ, নাসির উদ্দিন, লোকমান, সাজন আহমদ, আনসার আহমদ রুহেল, রুবেল, মুন্না, রাজু, কাউসার, রেজাউল ইসলাম রেজা, অপু, হোসাইন, সজীব, রাব্বি, জুয়েল, রুহেল, সেলিম আহমদ, এনায়েত আহমদ, শাকিল আহমদ, মুকিত আহমদ, মোঃ জাবেদ, মিজান, আজিম মিয়া, শহিদুল ইসলাম, শহিদ হোসেন। এছাড়াও এ মামলায় আরো অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামি করা হয়।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় খাদিমপাড়া ইউনিয়ন চেয়ারম্যান যুবলীগ নেতা এডভোকেট আফছর আহমদ ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

Manual8 Ad Code

এ সময় ইউনিয়ন পরিষদ কার্যালয় ও বেশ কয়েকটি দোকানপাটও ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় চার পুলিশ সদস্য’সহ কমপক্ষে ১০ জন আহত হন। সংঘর্ষের পর এক ঘন্টা সিলেট-তামাবিল সড়কে যান চলাচল বন্ধ ছিল।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code