ভোট দিতে সিলেট আসছেন অর্থমন্ত্রী

প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০১৮

Manual2 Ad Code

সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিতে সোমবার সকালে হেলিকপ্টারযোগে সিলেট আসবেন সিলেট-১ আসনের সংসদ সদস্য, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

Manual6 Ad Code

সিলেট পৌঁছে তিনি পরিবারের সদস্যদের সাথে নিয়ে সকাল ১১টায় নগরীর বন্দরবাজারস্থ দুর্গাকুমার পাঠশালা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন।

Manual7 Ad Code

এর আগে ভোট প্রদানের লক্ষ্যে অর্থমন্ত্রী সকাল ১০টায় একটি বেসরকারি হেলিকপ্টারযোগে পরিবারের ৪ সদস্য নিয়ে ঢাকা থেকে সিলেট এসে পৌঁছবেন। ভোট প্রদান শেষে দুপুর ১২টায় তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

Manual8 Ad Code

তাকে বহনকারী হেলিকপ্টারটি সিলেট নগরীর রিকাবীবাজারস্থ জেলা স্টেডিয়ামে অবতরণ করবে। অর্থমন্ত্রীর এ সফরসুচি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত কর্মকর্তা কিশোর ভট্টাচার্য জনি।

প্রসঙ্গত, সিলেট সিটি ১৫নং ওয়ার্ডের ভোটার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বন্দরবাজারে দুর্গা কুমার পাঠশালা ছাড়াও আরো তিনটি ভোটকেন্দ্র রয়েছে ওয়ার্ডটিতে। এগুলো  হচ্ছে- মিরাবাজারে শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজে দুটি ও মিরাবাজারে কিশোরী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক শাখা) কেন্দ্র।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code