পড়শীর অন্যরকম সময়

প্রকাশিত: ৫:৪৭ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০১৬

Manual4 Ad Code

সিলেট সংবাদ ডেস্ক : গায়িকা হিসেবে ক্যারিয়ারের শুরুতেই শ্রোতাদের মন জয় করেছেন সাবরিনা পড়শী। ধারাবাহিকভাবে একাধিক জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। অডিও এবং চলচ্চিত্রের গানে সমান ব্যস্ত তিনি। সবচেয়ে বেশি ব্যস্ত স্টেজ শো নিয়ে।

Manual1 Ad Code

দেশ-বিদেশের বিভিন্ন স্থানে নিজের ব্যান্ড পড়শী অ্যান্ড বর্ণমালা নিয়ে শো করছেন তিনি। তবে এবারের ঈদটি পড়শীর জন্য ছিল একটু অন্যরকম।

Manual7 Ad Code

কারণ, এবারই তিনি প্রথমবারের মতো নায়িকারূপে দর্শকের সামনে এসেছেন। তাও আবার নাম্বার ওয়ান শাকিব খানের বিপরীতে। ‘রানা পাগলা- দ্য মেন্টাল’ নামক ছবিতে অভিনয় করেছেন তিনি।

এ বিষয়ে পড়শী বলেন, অনেকেই ছবিটি দেখে প্রশংসা করছেন। আমিও বিষয়গুলো উপভোগ করছি। কারণ, এরকম অনুভূতি-অভিজ্ঞতা এই প্রথম হচ্ছে। হয়তো ভালো মানের গল্প ও চরিত্র পেলে সামনেও অভিনয় করবো। তবে আমার মূল কাজ হলো গান। সেটা নিয়ে আজীবন থাকতে চাই। এদিকে বর্তমানে জাগো এফ এম রেডিও স্টেশনে পড়শী প্রতি সপ্তাহে হাজির হচ্ছেন ‘পড়শী নাইট’ শো নিয়ে। আরজে হিসেবেও এ শোর মাধ্যমে প্রশংসিত হচ্ছেন এ গায়িকা।

এ বিষয়ে তিনি বলেন, আরজেগিরি অনেক বেশি উপভোগ করছি। ঈদে বিশেষ শো করেছি। সেখানে আরিফিন রুমি ভাইয়া উপস্থিত ছিলেন অতিথি হিসেবে। সব মিলিয়ে শোটির মাধ্যমে অন্যরকম ভালো লাগার সময় পার করছি। এদিকে গেল ঈদে ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশিত জনপ্রিয় শিল্পী আরিফিন রুমির ‘সত্যি করে বল’ অ্যালবামের টাইটেল গানটি তার সঙ্গে গেয়েছেন পড়শী। এরই মধ্যে নতুন কয়েকটি গান করেছেন পড়শী। সেই গানগুলো কোরবানির ঈদে প্রকাশের কথা জানালেন এ শিল্পী।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code