স্পেনে বৈধতার সুযোগ পাবেন পাঁচ লাখ অবৈধ অভিবাসী

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৬

স্পেনে বৈধতার সুযোগ পাবেন পাঁচ লাখ অবৈধ অভিবাসী

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশ যখন অভিবাসীবিরোধী কঠোর নীতি গ্রহণ করছে, তখন অভিবাসীবান্ধব পদক্ষেপ নিয়েছে ইউরোপের দেশ স্পেন। দেশটির সরকার স্পেনে বসবাসরত অবৈধ অভিবাসীদের বৈধ করার পরিকল্পনার কথা ঘোষণা করেছে। এতে অন্তত পাঁচ লাখ অভিবাসী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

স্পেন সরকার জানিয়েছে, যেসব বিদেশি নাগরিকের বিরুদ্ধে কোনো অপরাধে জড়িত থাকার তথ্য নেই এবং যারা ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের আগে কমপক্ষে পাঁচ মাস ধরে স্পেনে অবস্থান করছেন—তাঁরা এই সুযোগ পাবেন। তাদের নিজ নিজ অবস্থান প্রমাণ করতে হবে।

স্পেনের সামাজিক নিরাপত্তা ও অভিবাসনবিষয়কমন্ত্রী এলমা সাইজ এ সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক দিন’ হিসেবে উল্লেখ করে বলেন, প্রাথমিকভাবে এক বছরের জন্য বসবাসের অনুমতি দেওয়া হবে, যা পরে বাড়ানো হতে পারে। আগামী এপ্রিল থেকে অবৈধ অভিবাসীরা বৈধতার জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন চলবে জুন মাস পর্যন্ত।

এলমা সাইজ বলেন, ‘আমরা মানবাধিকার, সমন্বয় ও সহাবস্থানের ওপর ভিত্তি করে একটি অভিবাসন মডেলে জোর দিচ্ছি, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক সংহতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’

Manual6 Ad Code

সাম্প্রতিক বছরগুলোতে বিপুলসংখ্যক অভিবাসী স্পেনে প্রবেশ করেছেন। তাদের বড় একটি অংশ এসেছে লাতিন আমেরিকা থেকে। চিন্তক প্রতিষ্ঠান ফাঙ্কাসের তথ্যমতে, ২০১৭ সালে স্পেনে নথিপত্রহীন অভিবাসীর সংখ্যা ছিল ১ লাখ ৭ হাজার ৪০৯ জন। ২০২৫ সালে তা প্রায় আট গুণ বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৩৭ হাজার ৯৩৮ জনে।

বর্তমানে স্পেনে বসবাসরত অবৈধ অভিবাসীদের বেশির ভাগই কলম্বিয়া, পেরু ও হন্ডুরাস থেকে এসেছেন।

Manual1 Ad Code

স্পেনের সোশ্যালিস্ট নেতৃত্বাধীন জোট সরকার অভিবাসন বিষয়ে ইউরোপের অন্যান্য বড় দেশের তুলনায় ভিন্ন পথ অনুসরণ করছে। সরকার মনে করছে, অভিবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অর্থনৈতিক দিক থেকেও স্পেন সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশের তুলনায় ভালো করছে। ২০২৫ সালে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় ৩ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে দীর্ঘদিনের সমস্যা বেকারত্বের হার ২০০৮ সালের পর প্রথমবারের মতো ১০ শতাংশের নিচে নেমেছে বলে সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে।

Manual4 Ad Code


 

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code