সিলেটে ঝোপের ভেতরে পড়েছিল যুবকের মরদেহ

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৬

সিলেটে ঝোপের ভেতরে পড়েছিল যুবকের মরদেহ

Manual2 Ad Code

সিলেট নগরীর জালালাবাদ থানা এলাকাধীন সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের একটি হাওরের ঝোপের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে জালালাবাদ থানা পুলিশ।

পুলিশ জানায়, মরদেহটি একটি ঝোপের ভেতরে পড়ে ছিল। এ সময় মরদেহের মুখ সাদা বস্তা দিয়ে ঢাকা থাকলেও শরীরের অন্যান্য অংশ ছিল বিবস্ত্র। তাৎক্ষণিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া গেছে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

Manual3 Ad Code

পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। সুরতহাল শেষে মরদেহের বিস্তারিত পরিচয় ও মৃত্যুর কারণ জানা যাবে বলে জানায় তারা।

Manual7 Ad Code

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে জালালাবাদ থানা পুলিশ।

Manual4 Ad Code


 

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code