সিলেটে বিদেশে পাঠানোর নামে প্রতারনা, গ্রেফতার ১

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৬

সিলেটে বিদেশে পাঠানোর নামে প্রতারনা, গ্রেফতার ১

Manual4 Ad Code

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার অভিযানে এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে।

Manual6 Ad Code

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১০টার দিকে এসআই (নিঃ) মো. আতিক উজ জামান জুনেল-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানাধীন নাইওরপুল এলাকা থেকে প্রতারক মো. মামুন আহমদ (৩৫) কে গ্রেফতার করা হয়। তিনি মৃত মো. মাহমুদ আলীর পুত্র। তার স্থায়ী ঠিকানা পীরেরচক (পীরের বাজার), থানা- শাহপরান (রাঃ), জেলা- সিলেট।

Manual3 Ad Code

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি মো. মামুন আহমদ বিদেশে Work Permit ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে SMART EDUCATION & IMMIGRATION নামক ট্রাভেলস এজেন্সির মাধ্যমে এক ভুক্তভোগীর কাছ থেকে মোট ৩২ লাখ টাকা আত্মসাৎ করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানায় মামলা নং- ৪২, তারিখ- ১৯/১০/২০২৫ খ্রিঃ, ধারা- ৪২০/৪০৬/৫০৬(২), পেনাল কোড ১৮৬০ অনুযায়ী মামলা রুজু হয়।

Manual3 Ad Code

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, আসামি ভুক্তভোগীসহ একাধিক ব্যক্তির কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ গ্রহণ করে আত্মগোপনে চলে যায়। প্রতারণার কাজে তার স্ত্রীও জড়িত রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। সিডিএমএস পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে একাধিক প্রতারণা সংক্রান্ত মামলা থাকার তথ্য পাওয়া যায়।

Manual1 Ad Code

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ তথ্যটি নিশ্চিত করেছেন এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।


 

Manual1 Ad Code
Manual8 Ad Code