৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৬
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেছেন, ৫ আগস্টের পর একটি রাজনৈতিক দল নির্বিচারে গণহারে মামলা দিয়ে দেশে মামলা বাণিজ্য শুরু করেছে। যারা কোনো অপরাধ, গণহত্যা কিংবা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়, তাদেরও আসামি করা হচ্ছে। এমনকি নির্বাচনকে সামনে রেখে ভোট দিলে মামলা তুলে নেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে।
বুধবার দুপুরে শ্রীমঙ্গল স্টেশন রোডস্থ পেট্রোল পাম্প চত্বরে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের জামাতসহ ১১ দলীয় জোট ও এনসিপি মনোনীত প্রার্থী প্রীতম দাশের পক্ষে আয়োজিত নির্বাচনী পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘৫ আগস্টের পর আমরা বলেছিলাম—যারা নিরপরাধ, যারা গণহত্যার সঙ্গে জড়িত নয়, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। ইনসাফ ও ন্যায়ভিত্তিক আইনের আওতায় শুধু প্রকৃত অপরাধীদের বিচার হবে। কিন্তু বাস্তবে আমরা দেখছি একটি রাজনৈতিক দল নির্বিচারে মামলার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করছে।’
তিনি আরও বলেন, ‘এখন তারা আবার ভোট-বাণিজ্য শুরু করেছে। পলাতক ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা চলছে। আগে তারা ৩১ দফা সংস্কারের পক্ষে থাকলেও এখন সংস্কারের বিরোধিতা করছে। ক্ষমতায় যেতে তারা সারা দেশে হত্যাকাণ্ড ও নির্যাতনের পথ বেছে নিয়েছে।’
নাহিদ ইসলাম বলেন, একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী প্রীতম দাশকে শাপলা কুঁড়ি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। নতুন বাংলাদেশ গড়তে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির মূখ্য সংগঠক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক। এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন শাপলা কলির প্রার্থী প্রীতম দাশ ও জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গণভোট প্রক্রিয়া সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনে এনসিপি কাজ করে যাচ্ছে।
এসময় এনসিপি শ্রীমঙ্গলে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভা শেষে শহরের বিভিন্ন সড়কে নির্বাচনী পদযাত্রা অনুষ্ঠিত হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D