‘হ্যাঁ’-এর বিপক্ষে দাঁড়ালে হাসিনার মতো পরিণতি : সাদিক কায়েম

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৬

‘হ্যাঁ’-এর বিপক্ষে দাঁড়ালে হাসিনার মতো পরিণতি : সাদিক কায়েম

Manual8 Ad Code

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, যারা ‘না’-এর পক্ষে অবস্থান নিচ্ছে, তারা ফ্যাসিবাদী রাজনীতির ধারাবাহিকতা বজায় রাখতে চাইছে। তিনি প্রশ্ন তুলে বলেন, “আপনারা কি সেই হাসিনা হতে চান? যদি তাই হয়, তাহলে বলে দিন। আমরা যেভাবে হাসিনাকে বিদায় করেছি, যেভাবে লাথি দিয়ে ভারতে পাঠিয়েছি, ঠিক সেভাবেই আপনাদের সঙ্গেও ডিল করা হবে।”

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় ঐক্যবদ্ধ ছাত্রসংসদের আয়োজনে এক গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাদিক কায়েম বলেন, ‘হ্যাঁ’ মানে জনগণের প্রকৃত ক্ষমতা জনগণের হাতেই ফিরিয়ে দেওয়া। কৃষক, শ্রমিক ও রিকশাচালকের অর্থে পরিচালিত রাষ্ট্রে তাদের সন্তানদের আগামীর রাষ্ট্রনায়ক হিসেবে গড়ে তোলার পরিবেশ সৃষ্টি করাই ‘হ্যাঁ’-এর মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ‘হ্যাঁ’ মানে হলো বিগত ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত গুম, খুন ও আয়নাঘরের সংস্কৃতির জন্য দায়ীদের বিচারের আওতায় আনা এবং ফ্যাসিবাদী কাঠামো ভেঙে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা।

গণভোট প্রসঙ্গে ডাকসু ভিপি বলেন, দেশের ছাত্রসমাজ ও সাধারণ জনগণ ইতোমধ্যে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছে। তার দাবি অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে প্রথম সিলই পড়বে ‘হ্যাঁ’-এর পক্ষে।

Manual5 Ad Code

এ সময় তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক পক্ষ ‘না’-এর পক্ষে অবস্থান নিয়েছে, যার অর্থ ভারতের দালালি করা এবং দিল্লিকেন্দ্রিক রাজনীতির স্বার্থ রক্ষা করা। তিনি বলেন, ‘না’ মানে আবারও গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা।

Manual3 Ad Code

সাদিক কায়েম বলেন, “জুলাই প্রজন্ম বেঁচে থাকতে ফ্যাসিবাদী রাজনীতি ও ‘না’-এর পক্ষে অবস্থানকারীদের কোনো জায়গা দেওয়া হবে না।”

Manual5 Ad Code

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দলটি শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে সরে এসে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসনির্ভর রাজনীতিতে জড়িয়ে পড়েছে।

Manual1 Ad Code

তিনি বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিজেদের ভুল সংশোধন করে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করতে হবে এবং দ্রুত ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইন শুরু করতে হবে। অন্যথায় ১২ ফেব্রুয়ারির আগেই জনগণ তাদের বিরুদ্ধে গণরায় দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশের শেষ পর্যায়ে সিলেটের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে সাদিক কায়েম বলেন, গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রতিটি গ্রাম ও মহল্লায় ব্যাপক প্রচারণা চালাতে হবে।


 

Manual1 Ad Code
Manual4 Ad Code