৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৬
“চোখের জ্যোতি জীবনের গতি,আমাদের প্রতিশ্রুতি” এ শ্লোগানকে সামনে রেখে আগামী ১ ফেব্রুয়ারী রোজ রবিবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড (স্বর্ণশিখা-১২১) এলাকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক ও ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার রশিদ চৌধুরীর পরিবারের পক্ষ থেকে হত-দরিদ্র মানুষদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে বিনা মূল্যে মেডিসিন ও চশমা প্রদান করা হবে, এ ছাড়া ছানী রোগী বাছাই করে দরিদ্র ছানী রোগীদেরকে একই দিনে ভার্ড চক্ষু হাসপাতাল ওসমানীনগর, সিলেট-এ নিয়ে বিনামূল্যে চোখের ছানী অপারেশন করে কৃত্রিম লেন্স সংযোজন করা হবে। বাছাইকৃত রোগীদের ভার্ড চক্ষু হাসপাতাল, ওসমানীনগর-এ নিয়ে যাওয়া আসা এবং হাসপাতালে থাকা-খাওয়া বিনামূল্যে প্রদান করা হবে। উক্ত চক্ষু চিকিৎসা ক্যাম্প এ রোগীর নিজের অথবা পরিবারের একটি সচল মোবাইল নাম্বার ও ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ অপারেশনের প্রস্তুতি নিয়ে, একজন অভিভাবক সহ যথাসময়ে উপস্থিত হয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য চক্ষু রোগীদেরকে আহবান করেছেন আকতার রশিদ চৌধরী। প্রেস-বিজ্ঞপ্তি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D