আজ সোমবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৬

আজ সোমবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

Manual1 Ad Code

সিলেটের নগরীর অর্ধশতাধিক এলাকায় আজ সোমবার (২৬ জানুয়ারি) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরী মেরামত ও সংস্কার, সঞ্চালন লাইন উন্নয়ন এবং গাছপালার কাটার জন্য সরবরাহ বন্ধ রাখা হবে।

Manual1 Ad Code

রবিবার (২৫ জানুয়ারি) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, ৩৩ কেভি গোটাটিকর ও জগন্নাথপুর এবং ১১ কেভি বরইকান্দি, স্টেশন, কদমতলী, শিববাড়ী, লালাবাজার, কামারবাজার, মাসুকগঞ্জ ফিডারের আওতাধীন নগরীর অন্তত ৬২টি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এলাকাগুলো হচ্ছে, বরইকান্দি পলিটেকনিট ইন্সটিটিউট, সুনামপুর, কামুসনা, ধরাধরপুর, পুরান তেতলী, টেকনিক্যাল রোড, খোজারখলা, বাবনা পয়েন্ট, পুলেরমুখ, ভার্থখলা, ঝালপাড়া, চাঁদনীঘাট, কদমতলী, হুমায়ুন রশীদ চত্বর, দরিয়া শাহ মাজারগেইট, রেলওয়ে স্টেশন, বঙ্গবীর রোড, লাউয়াই, মোমিনখলা, বারখলা, গালিমপুর, কায়স্তরাইল, মুন্সিরগাঁও, মুন্সিবাজার, মনোকুপা, আলমনগর, পিঠাকরা, ফরহাদপুর, শষ্যউড়া, কারারপাড়, গাঙপাড়, ভরাউট, ছমিপুর, বনগাঁও, বেতসান্দি, গোয়ালগাও, গোপশহর, হাজরাই, কামালবাজার, পুরানগাও, নভাগ, ছোটো দিঘলী, ধরগাও, বেটুয়ারমুখ, হইদপুর, বাইপাস রোড, মন্দিরখোলা, মোল্লারগাও, সদরখোলা, ধানুয়া, ইনাতাবাদ, পাইকারগাও, মাসুক বাজার, বাদে আলী, তাজপুর, বাছিরপুর, মিরেরগাও, মেদেনীমহল, বসন্তেরগাও, গুপ্তেরগাঁও ও এর আশাপাশ এলাকা।

Manual3 Ad Code

তবে সাটডাউন চলাকালেও লাইন সচল বলে গন্য করা হবে এবং নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ করা হবে বলেও নিশ্চি করেছে বিদ্যুৎ বিভাগ।

Manual5 Ad Code

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী।


 

Manual4 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code