লাউয়াছড়ায় গাড়ির ধাক্কায় বানরের মৃত্যু, মা বানরের আর্তনাদ

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৬

লাউয়াছড়ায় গাড়ির ধাক্কায় বানরের মৃত্যু, মা বানরের আর্তনাদ

Manual5 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কে দ্রুতগামী যানবাহনের ধাক্কায় প্রাণ হারিয়েছে একটি শিশু বানর।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা যায়, রোববার দুপুরে একদল বানর রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির গাড়ি একটি ছোট বানরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই বানরটি মারা যায়।

Manual1 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২ টায় শিশু বানরটির মৃত্যুর পর “মা বানরটির কান্না এতোটাই করুণ ছিল যে, গাছের এ ডাল থেকে সে ডালে লাফালাফি করছে, যেন সান্তনা দেয়ার কেউ নেই।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া এই সড়ক ও রেলপথ বন্যপ্রাণীদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। বন বিভাগের নিষেধাজ্ঞা এবং গতিরোধক থাকা সত্ত্বেও চালকরা নির্ধারিত গতিসীমা (ঘণ্টায় ২০ কিমি) অমান্য করে গাড়ি চালান। ফলে প্রায় সময়ই চশমা পরা হনুমান, বানর ও অজগরের মতো বিভিন্ন প্রজাতির প্রাণীরা দুর্ঘটনার শিকার হচ্ছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের একজন কর্মকর্তা জানান, “আমরা বারবার চালকদের সচেতন করার চেষ্টা করছি। কিন্তু বনের ভেতরে গাড়ির গতি নিয়ন্ত্রণ না করলে এ ধরনের অনাকাংখিত মৃত্যু রোধ করা কঠিন।

বিষয়টি সম্পর্কে লাউয়াছড়া বিট কর্মকর্তা মারযোগ হোসেন জানান, দ্রুতগামী গাড়ীর ধাক্কায় শিশু বানরটির মৃত্যু হয়। আমরা দুর্ঘটনাকবলিত বানরটির মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual2 Ad Code

পরিবেশবাদী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে লাউয়াছড়া বনের ভেতর দিয়ে যানবাহন চলাচল সীমিত করা অথবা বিকল্প সড়ক তৈরির দাবি জানিয়ে আসছে। তাদের মতে, বনের ভেতরের এই রাস্তায় যদি কঠোরভাবে গতি নিয়ন্ত্রণ না করা হয়, তবে অচিরেই লাউয়াছড়া তার জীববৈচিত্র্য হারাবে।

Manual1 Ad Code


 

Manual4 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code