সিলেটে ৩০ ঘণ্টার মধ্যে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ২

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৬

সিলেটে ৩০ ঘণ্টার মধ্যে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ২

Manual3 Ad Code

সিলেটের মোগলাবাজার থানা এলাকা থেকে অপহৃত নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ৩০ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের অভিযোগে দুই তরুণকে গ্রেফতার করা হয়েছে।

Manual1 Ad Code

মঙ্গলবার (৬ জানুয়ারি) মোগলাবাজার থানা পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ভানুগাছ রোড এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রীকে (১৫) উদ্ধার করে। একই অভিযানে অপহরণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়।

Manual5 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন— মৌলভীবাজার সদর থানাধীন কাশিনাথ রোড এলাকার আবুল কাশেমের ছেলে আল আমিন হাসান (১৮) এবং একই থানার কাচরিবাজার এলাকার মুকিত আহমেদের ছেলে মাহি আহমেদ নয়ন (১৮)।

Manual5 Ad Code

পুলিশ জানায়, গত ৫ জানুয়ারি দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকার ওই স্কুলছাত্রী স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। পরে তার বাবা মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্র ধরে তদন্ত কর্মকর্তা এসআই শাহজালাল শুভ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে অপহৃত ছাত্রীকে উদ্ধার করেন।

বুধবার (৭ জানুয়ারি) সকালে এ তথ্যটি নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, নিখোঁজের পরপরই পুলিশ তৎপরতা শুরু করে এবং সফলভাবে ছাত্রীকে উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Manual7 Ad Code


 

Manual1 Ad Code
Manual4 Ad Code