কলকাতায় ১৩ বছরে সর্বনিম্ন তাপমাত্রা, দার্জিলিংয়ে ১.৫ ডিগ্রি

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৬

কলকাতায় ১৩ বছরে সর্বনিম্ন তাপমাত্রা, দার্জিলিংয়ে ১.৫ ডিগ্রি

Manual7 Ad Code

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। জানুয়ারি মাসে এটি কলকাতার শীতের সর্বকালীন রেকর্ড বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাদের ভাষ্য, অতীতে এমন তীব্র শীত কলকাতা দেখেনি। গত ১৩ বছরের মধ্যে এটিই সবচেয়ে শীতল জানুয়ারি।

Manual5 Ad Code

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, এর আগে ১৮৯৯ সালের ২০ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। পরে ২০১৩ সালের ৯ জানুয়ারি তাপমাত্রা নেমেছিল ৯ ডিগ্রি সেলসিয়াসে। এরপর চলতি বছর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলো ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে উত্তরের হিমেল হাওয়ার প্রভাবে দক্ষিণবঙ্গেও শীতের তীব্রতা বেড়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে শীতল জেলা বীরভূম। শ্রীনিকেতন ও সিউড়িতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

Manual7 Ad Code

উত্তরবঙ্গের পার্বত্য এলাকা দার্জিলিংয়ে তাপমাত্রা নেমে এসেছে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। রায়গঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন শীতের এই দাপট অব্যাহত থাকবে। আগামী দু’দিনে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সব জেলায় রাতের তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এরপর পরবর্তী পাঁচদিনে রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যেই দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তুষারপাতও হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

Manual2 Ad Code


 

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code