অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে জৈন্তাপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৬

অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে জৈন্তাপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

Manual3 Ad Code

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক অতিরিক্ত দামে এলপিজি (গ্যাস) সিলিন্ডার বিক্রির দায়ে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

৬ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১টা হতে ৩টা পর্যন্ত জৈন্তাপুর থানার সামনে ও চাঙ্গিল বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব।

এ সময় সাথে ছিলেন ভুমি অফিস অফিসার ও জৈন্তাপুর মডেল থানা পুলিশ সদস্যরা। অভিযানে অতিরিক্ত দাম আদায়ের তথ্য পাওয়ায় দুইটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা করে ৬হাজার টাকা জরিমানা করা হয়।

Manual5 Ad Code

সহকারী কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব বলেন, প্রতিষ্ঠানের মালিকদের সর্তক করে বলা হয়, ভবিষ্যতে ভোক্তাদের নিকট এলপিজি সিলিন্ডার সহ সকল পণ্যের প্রকৃত মূল্য অনুযায়ী বিক্রয় করা, ক্যাশ মেমো সংরক্ষণ করা ও অতিরিক্ত টাকা নেওয়া থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। এই নিদর্শনা অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে এবং ভোক্তাদের সঠিক মূল্য ও সেবা নিশ্চিত করা হবে।

Manual6 Ad Code


 

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code