সিলেটে ভারতীয় চকলেট ও ক্রীমসহ দুই নারী আটক

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৬

সিলেটে ভারতীয় চকলেট ও ক্রীমসহ দুই নারী আটক

Manual4 Ad Code

সিলেটে ভারতীয় পণ্য উদ্ধারের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় দুই নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে দক্ষিণ সুরমা থানা পুলিশ তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠায়।

Manual2 Ad Code

পুলিশ জানায়, এর আগে রবিবার (৪ জানুয়ারি) রাতে দক্ষিণ সুরমা থানাধীন চন্ডিপুল এলাকা থেকে ভারতীয় পণ্যসহ ওই দুই নারীকে আটক করা হয়। পুলিশ বলছে, তাদের কাছ থেকে উদ্ধার করা ভারতীয় পণ্যের আনুমানিক মূল্য ৪৮ হাজার ৩৭৫ টাকা।

Manual8 Ad Code

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, ভারতীয় পণ্যসহ দুই নারীকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, আটককৃতরা হলেন যশোর জেলার বেনাপোল থানার ভবেরবের এলাকার আব্দুল সাত্তারের স্ত্রী লিপি খাতুন (৪০) এবং যশোর জেলার কোতোয়ালি থানার রায়নগর এলাকার রুবেল হাওলাদারের স্ত্রী হাসিনা খাতুন (২৪)।

Manual2 Ad Code

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মালামালের মধ্যে কিটকেট চকলেট ও পন্ডস ক্রিম রয়েছে।


 

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code