মনিরামপুরের কপালিয়া বাজারে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৬

মনিরামপুরের কপালিয়া বাজারে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

Manual3 Ad Code

যশোরের মনিরামপুর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে রানা প্রতাপ (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (৫ জানুয়ারী) বিকেল পৌনে ছয়টার দিকে উপজেলার ১৭ নম্বর ইউনিয়নের কপালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

Manual2 Ad Code

নিহত রানা প্রতাপ কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের তুষার কান্তি বৈরাগীর ছেলে। তিনি কপালিয়া বাজারে একটি বরফকল ফ্যাক্টরির মালিক ছিলেন। পাশাপাশি নড়াইল থেকে প্রকাশিত দৈনিক বিডি খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যে পৌণে ৬টার দিকে কপালিয়া বাজারে অবস্থানকালে অজ্ঞাতনামা ব্যক্তিরা রানা প্রতাপকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় একটি গুলি তার মাথায় লাগে, এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়।

Manual6 Ad Code

মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু বলেন, প্রায় দুই বছর ধরে রানা প্রতাপ কপালিয়া বাজারে বরফকল পরিচালনা করছিলেন।দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করেছে। হত্যাকাণ্ডের পর কপালিয়া বাজার ও আশপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

স্থানীয় একটি সূত্র জানায়, নিহত রানা প্রতাপের বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানায় একাধিক মামলা ছিল এবং তিনি একসময় চরমপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে দৈনিক বিডি খবর-এর বার্তা সম্পাদক আবুল কাশেম বলেন, রানা প্রতাপ আমাদের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। একসময় তার বিরুদ্ধে মামলা থাকলেও সেগুলো থেকে তিনি খালাস পেয়েছিলেন। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা আমরা এখনো জানতে পারিনি।

Manual3 Ad Code

এ বিষয়ে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Manual1 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code