ময়মনসিংহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত অর্ধশতাধিক

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫

ময়মনসিংহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত অর্ধশতাধিক

Manual5 Ad Code

ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন ও মনোনয়ন বঞ্চিত আহাম্মদ তায়েবুর রহমান হিরণ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় তানজিন আহমেদ আবিদ নামে একজন ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এছাড়া অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

রোববার (৯ নভেম্বর) এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের অফিস ভাঙচুর এবং জিনিসপত্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যা শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয়।

নিহত তানজিন আহমেদ আবিদ (৩০) ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সদস্য ছিলেন।

Manual1 Ad Code

গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, হামলা-ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।

Manual5 Ad Code

রোববার সকালে গৌরীপুর সরকারি কলেজ হোস্টেল মাঠে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন। একই দিনে মহিলা দলের একটি সমাবেশও অনুষ্ঠিত হয়।

ঘটনার পর উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ধানের শীষের সমর্থকরা হঠাৎ তাদের সমাবেশে হামলা চালিয়ে ৪-৫ হাজার নারী সমাবেশকে লক্ষ্যবস্তু করেছে। হামলায় তার স্ত্রী সাইদা মাসরুরসহ অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। ৩০-৪০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে এবং বিএনপি অফিস, চেয়ার, টেবিলসহ সমস্ত জিনিসপত্র ভেঙে তছনছ করা হয়েছে।

Manual1 Ad Code

অন্যদিকে কেন্দ্রীয় বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন ও তার গ্রুপও হামলার অভিযোগ অস্বীকার করে পালটা সংবাদ সম্মেলন করেন।

Manual3 Ad Code

তারা জানান, শুক্রবার রাতে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম পাপ্পুর ব্যক্তিগত অফিসে হিরণের লোকজন হামলা চালায়।

এছাড়া পৌর বিএনপির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদল ও ছাত্রদলের অফিস ভাঙচুরের অভিযোগ তুলে তারা ৪ জনকে গ্রেফতার করার কথা জানান।

সংঘর্ষের ঘটনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিতেও অগ্নিসংযোগ করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual3 Ad Code