১৮ নভেম্বর উদ্বোধন হচ্ছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ, প্রবাসী ভোটারদের নিবন্ধনের সুযোগ

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫

১৮ নভেম্বর উদ্বোধন হচ্ছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ, প্রবাসী ভোটারদের নিবন্ধনের সুযোগ

Manual7 Ad Code

প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন কার্যক্রম শুরু করতে আগামী ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করবে নির্বাচন কমিশন (ইসি)।

Manual5 Ad Code

রোববার (৯ নভেম্বর) বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

এর আগে ইসি জানিয়েছিল, ১৬ নভেম্বর অ্যাপটি উদ্বোধন করা হবে। তবে নতুন তারিখ নির্ধারণের বিষয়ে ইসি সচিব বলেন, ১৬ নভেম্বর রোববার হওয়ায় সেদিন বিশ্বের বিভিন্ন দেশে সাপ্তাহিক ছুটি থাকবে। এছাড়া একই দিনে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। এসব বিষয় বিবেচনা করেই উদ্বোধনের তারিখ ১৮ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

Manual4 Ad Code

ইসি জানিয়েছে, এবার প্রবাসী বাংলাদেশি নাগরিকরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এছাড়া ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও এই প্রক্রিয়ার মাধ্যমে ভোট দিতে পারবেন। এজন্য আগেভাগে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করতে হবে। অ্যাপটি চালু হওয়ার পর থেকেই নিবন্ধন কার্যক্রম শুরু হবে।

অন্যদিকে, সংসদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সময়সূচিও নির্ধারণ করবে ইসি।

Manual6 Ad Code

এদিকে, নিবন্ধনের দাবিতে নির্বাচন ভবনের সামনে অনশনরত আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আইন অনুযায়ী প্রয়োজনীয় তথ্য আমরা দলটিকে চিঠির মাধ্যমে জানিয়েছি। এখন তারা চাইলে আপিল করতে পারে এবং ঘাটতিগুলো পূরণ করতে পারে। আমরা অনুরোধ করছি, তারা যেন অনশন ভেঙে আইনগত প্রক্রিয়ায় ফিরে আসে।’

Manual2 Ad Code


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code