রাসুল (সা.) কে নিয়ে কটূক্তি, হবিগঞ্জে কলেজছাত্রী কারাগারে

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫

রাসুল (সা.) কে নিয়ে কটূক্তি, হবিগঞ্জে কলেজছাত্রী কারাগারে

Manual3 Ad Code

প্রিয় রাসুল হযরত মুহাম্মাদ সা.-কে নিয়ে ফেসবুকে কটূক্তি করার দায়ে হবিগঞ্জে ফাবিয়া বেগম (১৯) নামের এক কলেজছাত্রীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Manual3 Ad Code

চুনারুঘাট থানাপুলিশ তাকে আটকের পর রবিবার (৯ নভেম্বর) দুপুরে কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে।

হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-২ আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

Manual3 Ad Code

জিআরও সুবোধ চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

এরআগে শনিবার (৮ নভেম্বর) বিকেলে চুনারুঘাট উপজেলার কুটিরগাওয়ে নিজ বাড়ি থেকে উশৃঙ্খল এ তরুণীকে আটক করা হয়। সে ওই গ্রামের জুয়েল মিয়ার মেয়ে ও স্থানীয় জহুর চান কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

পুলিশ জানায়- ফাবিয়া তার ফেসবুক একাউন্ট ‘sara suzon’ থেকে রাসুল (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য প্রকাশ করেছেন। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান- আটক ফাবিয়ার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়েরের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি চাওয়া হয়েছে। তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয় এবং রবিবার দুপুরে আদালতের নির্দেশে জেলহাজাতে পাঠানো হয়েছে।


 

Manual8 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code