দেশের ১৭ জেলায় রাতের তাপমাত্রা নামবে ১২-১৪ ডিগ্রিতে

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫

দেশের ১৭ জেলায় রাতের তাপমাত্রা নামবে ১২-১৪ ডিগ্রিতে

Manual1 Ad Code

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, দেশের ১৭ জেলার কিছু অঞ্চলে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।

Manual2 Ad Code

রোববার (৯ নভেম্বর) সংস্থাটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, আজ রাত থেকে ১৪ বা ১৫ নভেম্বর পর্যন্ত পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, শেরপুর ও জামালপুর জেলার কিছু স্থানে রাতের তাপমাত্রা ১২-১৪ ডিগ্রির মধ্যে থাকতে পারে।

Manual7 Ad Code

এ সময় দেশের অধিকাংশ স্থানে রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকার সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রা ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকায় দিনে তেমন শীত অনুভূত হবে না।

বিডব্লিউওটি জানায়, দিন ও রাতের তাপমাত্রার এই বড় পার্থক্যের কারণে অনেকের ঠান্ডাজনিত অসুস্থতা দেখা দিতে পারে। তাই বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Manual8 Ad Code


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code