১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫
চেতনা যুব পরিষদ সিলেটের ২০২৬-২৭ সেশনের নতুন কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে।
গত শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় সিলেট নগরীর হাউজিং এস্টেটস্থ উম্মুল কুরা একাডেমিতে অনুষ্টিত এ অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিপনন অধিদপ্তর সিলেট বিভাগের উপপরিচালক (উপসচিব) জুলিয়া জেসমিন মিলি।
প্রধান অতিথির বক্তব্যে জুলিয়া জেসমিন মিলি বলেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের চাকাকে গতিশীল রাখতে যুবসমাজ সক্রিয় ভূমিকা রাখছে। যুবসমাজ জেগে উঠলে সমাজে যেকোন ইতিবাচক পরিবর্তন সাধন সম্ভব। সম্ভাবনাময় যুবসমাজকে কেউ যেন ভুল পথে ধাবিত করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রেখে শিক্ষিক করা গেলে আমাদের আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করা সম্ভব হবে।
চেতনা যুব পরিষদ সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিব এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আহমদুল হক উমামা’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফ্রিডম জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ডা. রইস উদ্দিন, এম সাইফুর রহমান কলেজের প্রভাষক উজ্জ্বল চৌধুরী, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি সিলেটের সভাপতি আবুল খায়ের।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আরও বক্তব্য রাখেন চেতনা যুব পরিষদ এর সহসভাপতি লেখক কবি আব্দুস সুবহান আজাদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সমাজসেবা সম্পাদক হাকিম আফরোজ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আফসারুজ্জামান, হাফিজ জিয়াউর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা আমিন উদ্দিন, হাফিজ ইমাদ উদ্দিন, রুমানা চৌধুরী, ফারিহা চৌধুরী, সৈয়দা সাবিনা ফেরদৌস, মোয়াজ, আরিব, আফ রাহিম, সাইফ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইয়াসিন আরাফাত।
অভিষেক অনুষ্ঠান শেষে অতিথি ও নেতৃবৃন্দ উম্মুল কুরা একাডেমি ক্যাম্পারস বৃক্ষরোপন করেন।
এছাড়া চেতনা যুব পরিষদের অভিষেক উপলক্ষে গোয়াইনঘাট থানার জামেয়া মুশাহিদিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণসহ আশেপাশে এলাকা ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১০০০ ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করা হয়।
সভাপতির বক্তব্যে চেতনা যুব পরিষদ সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিব বলেন, ১৯৯০ সাল থেকে মানবসেবার ব্রত নিয়ে চেতনা যুব পরিষদ কাজ করে যাচ্ছে। আমরা রমজানে কুরআন শিক্ষার আসর, অসহায়দের গৃহ নির্মাণ, টিউবওয়েল স্থাপন, বৃক্ষরোপনসহ বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছি। সততা ও একতা ধরে রেখে স্বপ্ন পূরণের পথে আমাদের যাত্রা অব্যাহত থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D