সিলেট-৪ আসনে আব্দুল হাকিম চৌধুরীর সমর্থনে মশাল মিছিল

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৫

সিলেট-৪ আসনে আব্দুল হাকিম চৌধুরীর সমর্থনে মশাল মিছিল

Manual7 Ad Code

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীর সমর্থনে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে শতশত নেতাকর্মী মশাল হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সালুটিকর-গোয়াইনঘাট সড়কে সমবেত হন।

Manual3 Ad Code

মিছিলকারীরা এসময় স্লোগান দেন- `মানিনা মানবনা হাকিম ছাড়া মানিনা’, `লোকাল চাই লোকাল চাই, লোকালে হাকিম ভাই’, `সিলেট-৪ আসনে ভাড়াটিয়ার ঠাঁই নাই’, `আর নয় বিদেশী, এবারে স্বদেশী’ ইত্যাদি।

Manual5 Ad Code

এ সময় গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিনের জনপ্রিয় রাজনীতিক ও তৃণমূলের নিবেদিতপ্রাণ নেতা হিসেবে এলাকায় ব্যাপক গণসমর্থন অর্জন করেছেন আব্দুল হাকিম চৌধুরী।

Manual3 Ad Code

মনোনয়ন প্রত্যাশী হিসেবে তাঁর পক্ষে এ ধরনের কর্মসূচি ক্রমেই জোরদার হচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।

Manual6 Ad Code


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code