বিয়ানীবাজারে ৩ লাখ টাকার ভারতীয় চোরাই পিয়াজ জব্দ

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৫

বিয়ানীবাজারে ৩ লাখ টাকার ভারতীয় চোরাই পিয়াজ জব্দ

Manual8 Ad Code

সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ মোড় এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২,৫০০ কেজি ভারতীয় পিয়াজসহ একটি পিকআপ গাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Manual3 Ad Code

শনিবার (৮ নভেম্বর) সকালে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

Manual4 Ad Code

বিজিবি সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধীনস্থ গজুকাটা বিওপির একটি টহলদল সীমান্ত থেকে আনুমানিক তিন কিলোমিটার ভেতরে দুবাগ ইউনিয়নের দুবাগ মোড় এলাকায় অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়, যাতে ২,৫০০ কেজি ভারতীয় পিয়াজ পাওয়া যায়।

Manual1 Ad Code

জব্দকৃত ভারতীয় পিয়াজের আনুমানিক বাজারমূল্য তিন লক্ষ টাকা এবং পিকআপ গাড়িটির মূল্য নয় লক্ষ টাকা। সর্বমোট জব্দকৃত মালামালের মূল্য প্রায় বারো লক্ষ টাকা।

Manual8 Ad Code

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, জব্দকৃত পণ্য ও গাড়ির বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code