৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানে বির্তকিত ভূমিকার কারণে সমালোচনার মুখে পড়ে পুলিশ বাহিনী। ৫ আগস্টের পর নিরাপরাধ পুলিশ সদস্যদেরও মনোবল ভেঙে পড়ে। তখন বাহিনীটির সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি ওঠে। এই সবকিছু মাথা রেখেই বাহিনীটির সংস্কারে নানা পদক্ষেপ নেয় অন্তর্বর্তীকালীন সরকার।
প্রাথমিক পর্যায়ে র্যাব, পুলিশ ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয় সরকার। সচিবালয়ের পোশাকের ট্রায়ালও দেয়া হয়। যদিও নতুন পোশাকের কাপড়ের রং নিয়ে প্রশ্ন ওঠে। এরপর পুলিশের জন্য গাঢ় নীল রঙের পরিবর্তে লোহার বা আয়রন রঙের পোশাক নির্ধারণ করা হয়।
চলতি মাসের ১৫ তারিখ থেকে পুলিশকে আর চিরচেনা পোশাকে দেখা যাবে না। কনস্টবেল থেকে শুরু করে আইজিপি সকল স্তরে আয়রন রংয়ের পোশাক ব্যবহার করা হবে।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, প্রথম ধাপে মহানগর, হাইওয়ে, নৌপুলিশ এবং পিবিআইয়ের সদস্যদের এই পোশাক দেয়া হচ্ছে। তবে পর্যায়ক্রমে পুলিশের সকল ইউনিটকে এই পোশাক সরবরাহ করা হবে।
তবে র্যাবের পোশাকের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। র্যাব জানায়, বাহিনীর সদস্যরা আপাতত কালো রংয়ের পোশাকই পরিধান করবেন।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেছেন, যাচাই বাছাই শেষে চূড়ান্ত হলে পোশাকের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। ততদিন পর্যন্ত পুরোনো ডিজাইনের পোশাকই থাকবে।
এদিকে অপরাধ বিশ্লেষকরা বলছেন, শুধু পোশাক নয় পুলিশের মানসিকতার পরিবর্তন প্রয়োজন।
অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেছেন, পুলিশের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা না গেলে নতুন পোশাক কোনো তাৎপর্য বহন করবে না। পুলিশকে জনবান্ধব করে তোলার জন্য প্রশিক্ষণসহ নানা ধরনের পদক্ষেপ নিতে হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D